Film : Tumi Ashbe Bole
Singer : Jubin Nautiyal
Music : Jeet Gannguli
Lyrics : Priyo Chattopadhyay
Director : Sujit Mondal
Produced By : Surinder Films Pvt. Ltd.
কী করে ভুলে থাকবো তোকে লিরিক্স :-
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।
তোর হাসি দেখে আমি
সুখে বানভাসি,
ভালোবাসি বুঝেও কেন
তুই যে উদাসী।
তোকে ছাড়া একা লাগে
এই মন পাড়া,
দিশেহারা পথে আমায়
দেবে কে সাহারা?
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।