Film : Zulfiqar
Music and Lyrics: Anupam Roy.
Singer: Nachiketa.
Background Music - Indraadip Dasgupta.
Edit - Srijit Mukherji, Anindya Chattopadhyay.
Action Director - Javed-Aejaz.
Ek Purono Masjide Lyrics-
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
একে একে খসলো সবই,
হাসল শুধু সিংহাসন
হিংসা যাকে বাসল ভালো,
মানবে কেন সেই বারন
এক নিমেষে বন্ধু যাকে,
ভাবলে তারও রঙ বদল
যার হাসিতে পড়লে ধরা,
খেলা শেষে সেও নকল
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক।
এক হাতে এই জখম ঢেকে,
বলছি হেসে সুক্রিয়া
অন্য হাতে রাখছি ধরে,
যুদ্ধ জেতার হাতিয়ার
একটা হিসেব মিলল না তাই,
রক্তে লেখা একটা রঙ
কে খোদা কে পৌঁছে দেবে,
কোন ঠিকানায় লিখব খাম
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে ..
No comments:
Post a Comment