Song Name: Aaj Tomay Niye Suru Holo
Film: Bandhan
Singer: Sonu Nigam, Sadhana Sargam
Music Director: Jeet Gannguli
Lyricist: Gautam Sushmit
Music Label: SVF Music
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
তোমার সাথে পথ হারাতে
করবে না আজ কেউ মানা
তুমি আছো সাথি আমার
হোক না সে পথ অজানা
তোমার সাথে পথ হারাতে
করবে না আজ কেউ মানা
তুমি আছো সাথি আমার
হোক না সে পথ অজানা
তোমারি ডাকেতে
কাছে আজ আসাতে
হো.. তোমারি ডাকাতে
কাছে আজ আসাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও
হলো ধন্য জীবন
সারা জীবন থাকবো পাশে
সুখে দুখে এক সাথে
রাখবো আমি আমার এই হাত
চিরদিন তোমার হাতে
সারা জীবন থাকবো পাসে
সুখে দুখে এক সাথে
রাখবো আমি আমার এই হাত
চিরদিন তোমার হাতে
তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
হো ও ও ও
তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও
হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
No comments:
Post a Comment