Song : Akasher Chand Matir Bukete
Movie Name : Guru Dakshina (1987)
Singer : Asha Bhosle
Music Composer : Bappi Lahiri
Lyricist : Bhabesh Kundu
Directed by : Anjan Choudhury
আকাশের চাঁদ মাটির বুকেতে লিরিক্স :-
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রঙ ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..
কালো মেঘ আজ, আকাশ ছেয়েছে
চাঁদটা গিয়েছে ঢেকে,
দেখা দাও তুমি, হাসি মুখ নিয়ে
আঁধার কালিমা থেকে।
রজনীগন্ধার মধুর সুবাসে
দাওনা এ মন ভরে..
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রঙ ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..
মোর জীবনে দুঃখের ভার
চাইনা তোমায় দিতে উপহার,
তোমার সুরের সাগর কূলে
দু'হাতে দেবো যে অঞ্জলী তুলে।
তোমার স্মৃতিতে এ মন আমার
আছে যে ভরে..
আকাশের চাঁদ মাটির বুকেতে
জোছনা রং ধরে,
আমার জীবনে কেন বারে বারে
তোমাকে, তোমাকে, তোমাকে, মনে পড়ে।
লা.. লা.. লা..লা..
No comments:
Post a Comment