Download song mp3
Download song mp3
Song Name : Keno Je Toke
Movie : Mon Jaane Na
Singer : Raj Barman
Music : Dabbu
Lyrics : Prasen
Director : Shagufta Rafique
Music Label : SVF Music
Keno Je Toke Lyrics In Bengali :
দেখলে তোকে, বদলায় দিন
বদলায় রাত, বদলায় ঘুম
সঙ্গে সময়।
সন্ধ্যে হলে, বন্ধ ঘরে
মনে পড়ে তোরই কথা এমনই হয়।
কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন
কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন
চাঁদেরই ঝর্ণা যেমন ভেজায় পাহাড়
ততটা আদোর আছে তোকে দেওয়ার।
দেখে যা ইচ্ছে কত আকাশ ছোঁওয়ার।
কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন
কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
পাইনা মনে হয়, সারাটা দিন
মনেরা মনের কথা যেই শেখালো
মুখেরা দু'চোখ বুজে তাল মেলালো।
তোরই তো রাস্তা ধরে মন পালালো।
কেন যে তোকে পাহারা,
পাহারা দিল মন।
কেন রে এতো সাহারা,
সাহারা সারাদিন।
কেন যে তোকে পাইনা,
Just a glimpse of you, changes my day
It changes the course of my nights and sleep
And it also provides me a sweet time
As soon as the dusk sets in, inside my room
My heart starts thinking about you, everyday
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you
These bothers me entire day
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you?
These bothers me entire day
As the moon immerses the hill with its shine
I want to love you just like that
Try understanding how much I want to touch your sky
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you?
These bothers me entire day
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you?
These bothers me entire day
As soon as heart explained me its feelings
My lips instantly started chanting heart’s emotions
My heart escaped through your roads
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you?
These bothers me entire day
Why does my heart want to protect you always?
Why days seem like desert without your presence?
Why it seems as if I am not getting you?
These bothers me entire day
Film : Tumi Ashbe Bole
Singer : Jubin Nautiyal
Music : Jeet Gannguli
Lyrics : Priyo Chattopadhyay
Director : Sujit Mondal
Produced By : Surinder Films Pvt. Ltd.
কী করে ভুলে থাকবো তোকে লিরিক্স :-
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।
তোর হাসি দেখে আমি
সুখে বানভাসি,
ভালোবাসি বুঝেও কেন
তুই যে উদাসী।
তোকে ছাড়া একা লাগে
এই মন পাড়া,
দিশেহারা পথে আমায়
দেবে কে সাহারা?
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।
Film : Zulfiqar
Music and Lyrics: Anupam Roy.
Singer: Nachiketa.
Background Music - Indraadip Dasgupta.
Edit - Srijit Mukherji, Anindya Chattopadhyay.
Action Director - Javed-Aejaz.
Ek Purono Masjide Lyrics-
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
একে একে খসলো সবই,
হাসল শুধু সিংহাসন
হিংসা যাকে বাসল ভালো,
মানবে কেন সেই বারন
এক নিমেষে বন্ধু যাকে,
ভাবলে তারও রঙ বদল
যার হাসিতে পড়লে ধরা,
খেলা শেষে সেও নকল
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক।
এক হাতে এই জখম ঢেকে,
বলছি হেসে সুক্রিয়া
অন্য হাতে রাখছি ধরে,
যুদ্ধ জেতার হাতিয়ার
একটা হিসেব মিলল না তাই,
রক্তে লেখা একটা রঙ
কে খোদা কে পৌঁছে দেবে,
কোন ঠিকানায় লিখব খাম
এরই মধ্যে হাঁটছি দেখো,
সূর্য ডোবার দিনগুলো
এরই মধ্যে বাঁচতে শেখায়,
ফাঁকা রাস্তার এই ধুলো
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে।
কলের পুতুল কলের গান,
জমলো শুধু অভিমান
রাজার হলো খুব অসুখ,
জ্বললো বাড়ি ভাঙলো বুক
রাজার মুকুট রাজার সাজ,
অন্য কেউ তা পরবে আজ।
এক পুরনো মসজিদে,
গান ধরেছে মুর্শিদে ..
Song: Radhe Title Track
Composer: Sajid Wajid
Singer: Sajid
Lyricist: Sajid
Choreographer: Mudassar Khan
Music Production: Aditya Dev
Radhe radhe radhe radhe radhe…
Downtown in the city I’m a wanted
Saare log saala bolein mujhe wanted
Dil se mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Downtown in the city I’m a wanted
Saare log saala bolein mujhe wanted
Dil se mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Jeena kunwara nahi mangta
Paisa tumhara nahi mangta
Zindagi jee li hai maine apni hi sharton pe
Bol bachchan saala apun kisi ka nahi maanta
Kudiyan bhi mud ke dobara
Dekhein main aisa hoon nazara
Jis bhi gali se jaun bheed lag jaaye
Mere ghar ka pata to yahan
Bachcha bachcha janta
Bad luck if you gonna take me granted
Don’t touch mera current high voltage
Tumse mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Downtown in the city I’m a wanted
Saare log saala bolein mujhe wanted
Dil se mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Sikka chale hai mere naam ka
Ikka bana doon main ghulam ka
Koyi bane bad to main uska bhi dad
Main cheez kya ab tak tu yeh nahi janta
Bad luck if you gonna take me granted
Don’t touch mera current high voltage
Tumse mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Downtown in the city I’m a wanted
Saare log saala bolein mujhe wanted
Dil se mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Sikka chale hai mere naam ka
Ikka bana doon main ghulam ka
Koyi bane bad to main uska bhi dad
Main cheez kya ab tak tu yeh nahi janta
Dil mein main sabke basa hoon
Jo hoon duaon se bana hoon
Mere hain tareeke mere apne asool hain
Sabko pata hai bada pakka hoon zuban ka
Bad luck if you gonna take me granted
Don’t touch mera current high voltage
Tumse mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Downtown in the city I’m a wanted
Saare log saala bolein mujhe wanted
Dil se mohabbat thodi zyada mujhe wanted
Radhe radhe radhe radhe
Radhe radhe radhe bol
Song Name: Aaj Tomay Niye Suru Holo
Film: Bandhan
Singer: Sonu Nigam, Sadhana Sargam
Music Director: Jeet Gannguli
Lyricist: Gautam Sushmit
Music Label: SVF Music
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
তোমার সাথে পথ হারাতে
করবে না আজ কেউ মানা
তুমি আছো সাথি আমার
হোক না সে পথ অজানা
তোমার সাথে পথ হারাতে
করবে না আজ কেউ মানা
তুমি আছো সাথি আমার
হোক না সে পথ অজানা
তোমারি ডাকেতে
কাছে আজ আসাতে
হো.. তোমারি ডাকাতে
কাছে আজ আসাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও
হলো ধন্য জীবন
সারা জীবন থাকবো পাশে
সুখে দুখে এক সাথে
রাখবো আমি আমার এই হাত
চিরদিন তোমার হাতে
সারা জীবন থাকবো পাসে
সুখে দুখে এক সাথে
রাখবো আমি আমার এই হাত
চিরদিন তোমার হাতে
তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
হো ও ও ও
তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও
হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
Song: Priyotama Mone Rekho
Song: প্রিয়তমা মনে রেখো
Artiste: Kumar Sanu
Music Director: Arup Pranay
Lyricist: Pulak Banerjee
Album: Priyotama Mone Rekho
koto je sagar nodi periye alam ami
koto poth holam je par
tumar moton ato oporup sundor
kawke to dekhini goo aar
koto je sagor nodi periye alam ami
koto poth holam je par
tumar moton ato oporup sundor
kawke to dekhini goo aar
piyotoma mone rekho
anupoma mone rekho
haway haway dole oi kash fhul
ure jay achol je kore elo chul
o haway haway dule oi kash fhul
ure jay achol je kore elo chul
alta paye, alto chuyay
poth colo priya je amar
onek dekheci tobu tumaro mukh khani
shad hoy dekhi goo abar
tumar moton ato oporup sundor
kawke to dekhini goo aar
piyotoma mone rekho
anupoma mone rekho
sonay sonay mora nill nill akash
santo dighir jole khele rajhash
o sonay sonay mora nill nill akash
santo dighir jole khele rajhash
kajla cokhe, misti chaway
chhobi akho priya je amar
onek dekhici tobu a sobuj bangla ke
sadh hoy dekhi goo abar
tumar moton ato oporup sundor
kawke to dekhini goo aar
koto je sagor nodi periye alam ami
koto poth holam je par
tumar moton ato oporup sundor
kawke to dekhini goo aar
priyotoma mone rekho
anupoma mone rekho
piyotoma mone rekho
anupoma mone rekho
piyotoma mone rekho
anupoma mone rekho
Copyright © 2020 aaradhyamusiclyrics. All Right Reserved