Tokhan Tomar Ekush Bochor Lyrics In Bengali :-
Song Credits: Song: Takhon Tomar Ekush Bachhar Album: Live At Salt Lake Stadium Artist: Aarti Mukherji Music Director: Bappi Lahiri, Anuj Matthews Lyricist: Subir HazraTokhan Tomar Ekush Bochor Lyrics In Bengali :-
তখন তোমার একুশ বছর বোধ হয়
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ে ছিল ভয়
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
follow www.aaradhyamusiclyrics.com
গোপনের প্রেম গোপনে গিয়েছে ঝরে
আমরা দুজনে কখন গিয়েছি সরে
ফুলঝুরি থেকে ফুল ঝরে গেলে
মালা কিসে গাঁথা হয়
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
তোমার পথের কাঁটাই ভেবেছ মোরে
বলতে পারিনি তোমার মত করে
জলছবি ভেবে ভুল করেছিলে
ভালবাসা সে তো নয়
follow www.aaradhyamusiclyrics.com
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়
লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি
ধরা পড়ে ছিল ভয়
তখন তোমার একুশ বছর বোধ হয়
আমি তখন অষ্টাদশীর ছোঁওয়ায়।
No comments:
Post a Comment